শেখ মানিক | নরসিংদী প্রতিদিন –
বুধবার, ১৬ অক্টোবর ২০১৯ :
নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেছেন এসডিজি বাস্তবায়ন পরিকল্পনার কাজ মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনের ইশতেহারেরই অংশ। রাষ্ট্রের কর্মকর্তা-কর্মচারী হিসাবে সততা নিষ্ঠার সাথে আমাদের সকলেরই কাজ করতে হবে। আর এই কাজের মাধ্যমেই দেশকে সোনার বাংলায় পরিনত করতে হবে। দেশকে এই সোনার বাংলায় গড়ে তোলার ঘোষণা দিয়েছিলেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
গতকাল (১৫ অক্টোবর) মঙ্গলবার দুপুরে শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজ হলরুমে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্মশালার মডারেশনে ছিলেন নরসিংদী জেলার স্হানীয় সরকার বিভাগের উপ পরিচালক ডঃ এ টি এম মাহবুব উল করিম। প্রধানমন্ত্রী কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) এর সহযোগিতায় শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মো হুমায়ুন কবির। এ সময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুঁইয়া রাখিল, মাছিমপুর ইউপি চেয়ারম্যান আবুল হারিস রিকাবদার কালা মিয়া প্রমুখ। দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহন করেন সরকারি কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, ইমাম ও ছাত্র ছাত্রী।
কর্মশালার সার্বিক পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি (শিবপুর) মুনমুন জাহান লিজা।