মোঃ নাহিদ প্রধান | নরসিংদী প্রতিদিন –
বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯ :
উৎসব মূখর পরিবেশে নরসিংদীর শিলমান্দী ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) সদর উপজেলার মধ্য শিলমান্দী বাজারে সকাল ১০টা থেকে এর কার্যক্রম শুরু হয়।
দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলের মাধ্যমে শিলমান্দী ইউনিয়ন আওয়ামীলীগের ১ নং ওয়ার্ডের নতুন কমিটির সভাপতি হিসেবে দুলাল হোসেন (দুলু) ও সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আসাদ প্রধান, ২ নং ওয়ার্ডের নতুন কমিটির সভাপতি সুলতান উদ্দিন মেম্বার ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সানা, ৩ নং ওয়ার্ডের নতুন কমিটির সভাপতি ফজলুল হক ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন নির্বাচিত হন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শিলমান্দী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক আফতাব উদ্দিন ভূইয়া, বিশেষ অতিথি ছিলেন শিলমান্দী ইউনিয়ন আ.লীগের সভাপতি মোতালিব মুন্সী, ইউপি চেয়ারম্যান আব্দুল বাকির, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব কফিলউদ্দিন ভূইয়া (বাচ্চু), শিলমান্দী ইউনিয়ন আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রমজান প্রধান।
এছাড়াও শিলমান্দী ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ কাউন্সিলে উপস্থিত ছিলেন।