এস এম প্রভাত, আড়াইহাজার থেকে : নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ ধরার অপরাধে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় চার জেলেকে অর্থ জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্তÍ মেঘনা নদীর বিশনন্দী, দয়াকান্দা, মধ্যপাড়া ও কান্দা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ উজ্জল হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ওই চার জেলের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।
অর্থদন্ডপ্রাপ্ত জেলেরা হলেন উপজেলার তাতুয়াকান্দা গ্রামের আব্দুল হামিদ, আইয়ুব আলী, ফয়সাল মিয়া ও করম আলী।
অভিযান অব্যাহত থাকবে জানিয়ে এসিল্যান্ড মোঃ উজ্জল হোসেন বলেন, অভিযানে সময় ৭০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং ২০ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে আদালতের নির্দেশে খাগকান্দা নৌ ফাঁড়ি প্রাঙ্গনে কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস এবং মাছগুলো স্থানীয় দারুল ইহসান মাদ্রাসা ও এতিখানায় দেওয়া হয়। তিনি আরও বলেন, যারাই সরকারি আইন অমান্য করবে তাদের শাস্তির মুখোমুখী হতে হবে। খাগকান্দা নৌ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক আকরাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযানের সময় সঙ্গে ছিলেন।
প্রসঙ্গত: ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত নদীতে ইলিশ মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার। এ ব্যাপারে উপজেলা জুড়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং ও করা হয়েছে।