এস এম প্রভাত, আড়াইহাজার থেকে : আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও নরিংদী গ্রামের বাসিন্দা জসিমউদ্দিন ভূঞা বৃহস্পতিবার গাজীপুর বোর্ড বাজার বটতলা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমাদের মাঝ থেকে চির বিদায় নিয়েছেন। (ইন্নালিল্লাহি……..রাজেউন) । মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫০)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার রাতে গ্রামের বাড়িতে তার মরদেহ নিয়ে আসা হলে স্বজনদের কান্নায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। তার মৃত্যুতে মাননীয় সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু গভীর শোক প্রকাশ করেছেন। সাংসদ এক শোক বার্তায় বলেন, জসিমউদ্দিন ভূঞা ছিলেন অসাম্প্রদায়িক চেতনার একজন খাঁটি মানুষ। বঙ্গবন্ধুর আদর্শে অনুসারী হয়ে তিনি মৃত্যুর আগ পর্যন্ত মানবতার কল্যাণে কাজ করে গেছেন। তিনি তার কর্মের মধ্যে আমাদের মাঝে বেঁচে থাকবেন। সাংসদ ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তো্প্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বৃহস্পতিবার রাত ১১টায় দিঘলদী পশ্চিমপাড়া জামে মসজি প্রাঙ্গনে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।