নিজস্ব প্রতিনিধি। নরসিংদী প্রতিদিন-
রবিবার ২০ অক্টোবর ২০১৯:
প্রাইমারী স্কুলের ছাত্র ছাত্রীদের হাতে মোবাইল তুলে দেওয়ার কোন দরকার নাই বলে মন্তব্য করেছেন মুক্তি যুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক (এমপি)। রবিবার ১৯ অক্টোবর বিকেল ৪ টায় গাজীপুর কোনাবাড়ী বাইমাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি শিক্ষকদের উদ্দেশ্য বলেন, আমি চাই আপনারা যেন লেখা পড়ার মান বৃদ্ধি করেন। ছেলে মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন।
তিনি আরো বলেন, দূর্নীতিদের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করছি। আমরা আগের সরকারের মতোনা যে, এতিমের টাকাও খেয়ে ফেলবো।
তিনি বলেন, আমাদের সবচেয়ে প্রিয় সংগঠন ছাত্রলীগ যারা বিপদ গামী হয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছি। আমাদের আরেক প্রিয় সংগঠন যুবলীগ তাদের মধ্যে কিছু বিপদগামী হয়েছে তাদেরকেও ছাড় দেওয়া হয়নি।
তিনি বলেন আমরা কম লোক নিয়ে কাজ করবো। কোন সন্ত্রাসী দূর্নীতি বাজদের নিয়ে কাজ করতে চাইনা। আমরা জনগণের সমর্থন নিয়ে কাজ করতে চাই এবং সামনের দিকে এগিয়ে যেতে চাই।
অত্র বিদ্যালয়ে পরিচালনা পরিষদের সভাপতি জসিম উদ্দিন জসুর সভাপতিত্বে, শহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাসিক মেয়র মোঃ জাহাঙ্গীর আলম, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর, মোঃ দেলোয়ার হোসেন দুলাল,১১ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্বাস উদ্দিন খোকন, সংরক্ষিত নারী কাউন্সিলর মিসেস বেনু বারেক,তাসলিমা নাসরিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, আলহাজ্ব শেখ আক্কাস আলী,সদস্য মোঃ আব্দুর রহমান মাষ্টার, যুবমহিলালীগের নেত্রী আখি ইসলাম প্রমুখ।
পি.ই.ডি.পি-০৩ প্রকল্পের আওতায় ৫১ লক্ষ ৬ হাজার ২শ’ টাকা ব্যয়ে এ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।