নিজস্ব প্রতিবেদক। নরসিংদী প্রতিদিন-
রবিবার ২০ অক্টোবর ২০১৯:
নরসিংদীর শিবপুরে ফেয়ার ইলেকট্রনিক্স এর স্যামসাং কারখানায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (২০ অক্টোবর) সকাল শিবপুর উপজলার বড়ইতলায় ফেয়ার ইলেক্টনিক্সের স্যামসাং কারখানায় কর্মরত অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জাবেদ আহমেদ সাবির (২৬) শিবপুর উপজেলার বংশিরদিয়া এলাকার আ: মােতালিবের ছেলে।
নিহতর স্বজনরা জানায়, স্যামসাং কােম্পানীর ফ্রিজ প্যাকেজিং বিভাগের হেলপার হিসবে কর্মরত ছিলেন সাবির। প্রতিদিনের মতই কাজে যােগ দিয়ে বিদ্যুৎস্পষ্ট হয়ে গুরুত্বর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাজ মৃত ঘােষণা করেন।
তবে স্যামসাং কােম্পানীর এডমিন অফিসার আসাদ শ্রমিক মৃত্যুর ঘটনা স্বীকার করে বলেন, বিদ্যুৎস্পষ্ট হয়ে সাব্বিরের মৃত্যু ঘটেনি, হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হতে পারে।