মৃদু জোসনার ঢেউ ভেঙে ছড়ায়,
মেহেদী ছাঁয়ার পুকুর পাড়ে।
সেখানে জন্মের টানে হাত পেতে।
শিশিরের পাপড়ি দল ছুঁয়ে অমৃত,
সেখানে নেমে আসে শুভ্র পরশে।
প্রার্থণা জোর হাত স্বর্গ চেপে উন্মুখ,
ছুটতে ছুটতে ফিরি বাতাবী মাঠে।
এখন নেশা পাঠ, বাদুর শ্বাসে
চোটে ঝাপটায় লোভাতুর পালক,
পার্থিব হয়ে কামনার জল পোড়ে।
গভীর রাতের সাথে সঙ্গম পার্বতী,
উত্তম রসায়ণ বীর্যের বিসর্জণে।
কবি ও সাংবাদিক | নরসিংদী প্রতিদিন –
রবিবার, ২০ অক্টোবর ২০১৯ :