শরীফ ইকবাল রাসেল | নরসিংদী প্রতিদিন-
রবিবার,২০ অক্টোবর ২০১৯:
নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ বলেছেন, বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাবিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। কেননা এই সরকারের নেতৃত্বে বাংলাদেশ এতো অল্প সময়ে যে উন্নয়ন কার্যক্রম হয়েছে বিগত ২০ বছরেও এতো উন্নয়ন করতে পারেনি।
নরসিংদীর ঘোড়াশাল পৌরসভার ও ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠন উপলক্ষে এক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
ঘোড়াশাল পৌর সভার ৫ ও ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে শনিবার বিকেলে ঘোড়াশাল পৌরসভা আওয়ামীলীগ কার্যালয়ের প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সংসদ সদস্য ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভায় আরো বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কবীর মৃধা, পৌর আওয়ামীয়লীগের সাধারন সম্পাদক এস এম শফিসহ আরও অনেকে। আলোচনা শেষে কন্ঠভোটের মাধ্যমে কমিটি গঠন করা হয়।