নিজস্ব প্রতিবেদ। নরসিংদী প্রতিদিন-
সোমবার ২১ অক্টোবর ২০১৯:
ভোলায় রাসুল (সাঃ)কে কটুক্তিকারী ও কটুক্তিকারীর বিচার এবং বিক্ষোভকারীদের উপর পুলিশি হামলার বিচারের দাবিতে নরসিংদীতে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২১ অক্টোবর) বাদ আসর জেলার তৌহিদী জনতা ও নরসিংদী জেলা কওমী ছাত্র পরিষদের ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভাটি নরসিংদী পৌরসভার স্বাধীনতা চত্ত্বরে অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল, শিক্ষকবৃন্দ ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা মিছিল নিয়ে স্বতঃস্ফুর্ত ভাবে অংশ নেয়।
নরসিংদী দত্তপাড়া মাদ্রাসার প্রিন্সিপাল হরযত মাওলানা হাফিজ শওকত হোসেন সরকারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা মো. ইসমাইল হোসেন ও জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল বারীসহ জেলার মাদ্রাসার প্রিন্সিপালবৃন্দ ও মজিদের ইমামগণ।