সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন -
সোমবার, ২১ অক্টোবর ২০১৯ :
ভোলার বোরহানউদ্দিনে ধর্ম অবমাননার প্রতিবাদ সমাবেশে জনতার ওপর পুলিশের গুলিবর্ষণের ঘটনা ও মহানবী (সা.) কে নিয়ে কটুক্তিকারীর সর্বোচ্চ বিচারের দাবিতে নরসিংদীর পলাশে বিক্ষোভ মিছিল পালন করা হয়েছে।
আজ সোমবার (২১ অক্টোবর) বাদ আসর উপজেলার আল খিদমা ওলামা পরিষদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল পালন করা হয়। এতে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা স্বতঃস্ফুর্ত ভাবে অংশ নেয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার নতুন বাজার জামে মসজিদ গেইট থেকে শুরু করে বিভিন্ন সড়ক ঘুরে ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, আল খিদমা ওলামা পরিষদের সিঃ-সহ সভাপতি মুফতি আব্দুর রহিম, সহ-সাধারণ সম্পাদক জুবায়ের আহাম্মেদ ভৌরবী, সাংগঠনিক সম্পাদক মুফতি ইফসুফ, প্রচার সম্পাদক কারী মোঃ ইসমাইল, মাওলানা জহিরু উদ্দিন, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আলী হোসেন প্রমুখ।