নিজস্ব প্রতিবেদ। নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার ২২ অক্টোবর ২০১৯:
‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’ স্লোগানে নরসিংদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবসের শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২২ অক্টোব) সকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) আয়োজনে এসব অনুষ্ঠান হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমল কুমার ঘোষের সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার্স) বেলাল হোসাইন, সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার ও বিআরটিএ এর সহকারী পরিচালক গোলাম হায়দার সরকার।
আলোচনাসভা শেষে ১০০ জন পেশাজীবী গাড়িচালক নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। পরে শহরের বিভিন্ন বাসস্ট্যান্ডে সচেতনতামূলক ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।