সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯ :
জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়” এ শ্লোগানে আজ ২২ অক্টোবর মঙ্গলবার সারাদেশে তৃতীয় বারের মতো পালিত হচ্ছে জাতীয় সড়ক দিবস-২০১৯।
এ উপলক্ষে সারাদেশের ন্যায় নরসিংদীর মাধবদীতে নিরাপদ সড়ক চাই (নিসচা) মাধবদী থানা শাখার উদ্যোগে সকাল ১১ টা থেকে দিনব্যাপী কর্মসূচী পালিত হচ্ছে। এ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য রাইন ওকে মার্কেটের সামনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়ে আসছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) মাধবদী থানা শাখার সাধারণ সম্পাদক খন্দকার শাহিন।
এদিকে নরসিংদী বিআরটিএ ও জেলা প্রশাসন এ দিবসটি উপলক্ষে সকালের দিকে একটি র্যালি বের করেন।এ র্যালিতে অংশ নিয়েছেন পলাশের পাপড়ি সংগঠন সহ জেলার বিভিন্ন সামাজিক সংগঠনসমূহ।