এস এম প্রভাত, আড়াইহাজার থেকে : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, বাংলদেশ মানে শেখ হাসিনা। সব দুর্যোগে বাংলাদেশকে আগলে রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কেউ সামনে দাঁড়াতে পারবে না। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করলে দেশ এগিয়ে যাবে, শক্তিশালী হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত।
সোমবার রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মুক্তিযোদ্ধা এস এম মাজহারুল হক অডিটরিয়ামে সুধী সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অবঃ) এবি তাজুল ইসলাম এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। মেধা ও শক্তি দিয়ে দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে।
সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশ আজ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। জননেত্রী শেখ হাসিনার সরকারের সময় সারাদেশের মানুষ সুখ শান্তিতে বসবাস করছে।
ইউএনও সোহাগ হোসেনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রানায়ের সিনিয়র সচিব মোঃ শাহ্ আলম, উপজেলা চেয়াম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, পৌর মেয়র সুন্দর আলীএম এ হালিম শিকদার, জেলা পরিষদ সদস্য সিরাজুল ইসলাম ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবু তালেব মোল্লা প্রমুখ। প্রমুখ।