নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন -
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯ :
নরসিংদীর মাধবদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৯ উদযাপন করা হয়েছে।
এ দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (২২ অক্টোবর) নিরাপদ সড়ক চাই (নিসচা) মাধবদী থানা শাখার উদ্যোগে জনসচেতনতামূলক র্যালী, লিফলেট বিতরণ ও সমাবেশের মধ্য দিয়ে দিনব্যাপি কর্মসূচী পালন করা হয়।
নিরাপদ সড়ক চাই (নিসচা) মাধবদী থানা শাখার সহ-সভাপতি মনিরুজ্জামান মনির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার শাহিন এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, ট্রাফিক ইন্সিপেক্টর জহিরুল হক উজ্জল, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নিসচা মাধবদী থানা শাখার উপদেষ্টা আনোয়ার হোসেন কমিশনার, মাধবদী থানা প্রেস ক্লাবের সভাপতি ও নিসচা মাধবদী থানা শাখার কার্যকরী সদস্য মো: আল আমিন সরকার, সবুজ পরিবেশ আন্দোলন এর নরসিংদী জেলা কমিটির সভাপতি ও নিসচা মাধবদী শাখার কার্যকরি সদস্য প্রফেসর ডক্টর শেখ আবুল হোসেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব কাজী মেহবুব ইয়াসিন সৃজন, নিসচা মাধবদী থানা শাখার সহ-সভাপতি মুস্তাকিম মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ ও আল-আমিন চৌধুরী, অর্থ সম্পাদক গোলাপ মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস, আইন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক হানিফ মাস্টার, কার্যকরি সদস্য ডাক্তার আলাল, মাসকুর রহমান, রাছেল মিয়া, হাজী মো: মনির হোসেন, মোশারফ হোসেন, তোফাজ্জল হোসেন প্রমূখ।