সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
বুধবার, ২৩ অক্টোবর ২০১৯ :
পলাশকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে আজ (২৩ অক্টোবর) বুধবার সকালে গ্রীন এন্ড ক্লিন কর্মসূচির আওতায় পলাশ উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ অভিযান শুরু হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন ও সহকারী কমিশনার (ভূমি) ফারহানা আলী নরসিংদী-২ পলাশের সাংসদ ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ এর উপস্থিতিতে এ বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে পলাশ সারকারখানা গেইট এলাকায় বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন অপসারণ, ফুটপাত থেকে অবৈধ দোকানপাট ও যত্রতত্র রিক্সা, অটোরিক্সা পার্কিং মুক্ত করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক, পলাশ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ আশাদউল্লাহ মনা প্রমুখ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা আলী জানান, আজ থেকে এ কর্মসূচি শুরু হয়েছে। পলাশ উপজেলার রাস্তা ঘাট ও বিভিন্ন বাজারের ফুটপাত অবৈধভাবে দখল করে গড়ে উঠা দোকানপাটসহ ব্যানার ফেস্টুন অপসারণের কাজ অব্যাহত থাকবে।