নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন –
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯ :
নরসিংদী প্রেসক্লাবের আয়োজনে বাংলা সাহিত্যের আধুনিক কবি ও সাংবাদিক শামসুর রাহমান এর ৯১তম জম্মদিন উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়েছে।
২৩ অক্টোবর নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাংলা ভিশনের জেলা প্রতিনিধি মোঃ মাজহারুল পারভেজ মন্টি। নরসিংদী প্রেসক্লাবের সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আজকের খোঁজখবর সম্পাদক মনজিল এ মিল্লাত এর উপস্থাপনায় কবি ও সাংবাদিক শামসুর রাহমান এর দীর্ঘ কর্মময় জীবনীর অপর বক্তব্য রাখেন, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, নরসিংদী জেলা কবি লেখক ফোরামের সাধারণ সম্পাদক কবি মহসিন খোন্দকার, কবি শামসুর রাহমান ফাউন্ডেশনের নরসিংদী জেলা আহবায়ক এড. ফয়সাল সরকার, প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেন, প্রধান শিক্ষক জসীম উদ্দিন সরকার, কলামিস্ট সরকার ছগির আহমেদ, নরসিংদী প্রেসক্লাবের সহসভাপতি এ কে ফজলুল হক, সহসভাপতি বিশ্বজিৎ সাহা, কোষাধ্যক্ষ মোঃ সেলিম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক এম এ আউয়াল, মোঃ নূরুল ইসলাম, সাবেক সহসভাপতি বাদল কুমার সাহা, এটিএন বাংলা ও ডেইলি স্টারের জেলা প্রতিনিধি বেনজির আহমেদ, নির্বাহী সদস্য মোঃ জাকির হোসেন, আমজাদ হোসেন, নরসিংদীর বাণী সম্পাদক মোঃ ফারুক মিয়া, সময়ের মুক্তচিন্তা সম্পাদক মোহাম্মদ জয়নুল আবেদিন, নরসিংদীর সারা দিন সম্পাদক এ টি এম মোস্তফা বাবর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা সফিকুল ইসলাম স্বপন। কবিকে নিয়ে লেখা কবিতা আবৃত্তি করেন কবি মহসিন খোন্দকার, জম্মদিনের গান পরিবেশন করেন বিটিভির গীতিকার ও সুরকার শিল্পী আবুল হোসেন খোকন।
এসময় উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক হামিদুল হক আহাদ, দৈনিক খবরপত্রের জেলা প্রতিনিধি মোঃ সোহেল এস হোসেন, দৈনিক জনতা সংবাদের জেলা প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন, দৈনিক সমাচারের জেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন, এশিয়ান টেলিভিশন জেলা প্রতিনিধি মোঃ আকরাম হোসেন, ডিবিসি নিউজের স্বপন।
আলোচনা সভায় আলোচকগণ বলেন, কবি শামসুর রাহমান এর কবিতা মহান মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা যুগিয়েছিল। কবির রচনা সামগ্রী নিয়ে আমাদের গবেষণা করতে হবে। কবি শামসুর রাহমান নরসিংদীর গর্ব। নরসিংদী প্রেসক্লাব প্রথমবারের মতো কবি ও সাংবাদিক শামসুর রাহমান এর জন্মদিন পালন করায় তারা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ধন্যবাদ জানান।