সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯:
নরসিংদীর পলাশে বিনামূল্যে কৃষি উপকরণ পেল ৫ শতাধিক কৃষক। কৃষি উপকরণ গুলোর মধ্যে রয়েছে ফেরোমন ফাঁদ, স্প্রে মেশিন ও কীটনাশক।
এ উপলক্ষে (২৪ অক্টোবর) বৃহস্পতিবার দুপুরে পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী -২ পলাশের সাংসদ ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ, বিশেষ অতিথি পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক।
এসময় উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার।
আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ আমিরুল ইসলাম, ডাংগা ইউপি চেয়ারম্যান সাবের উল হাই, গজারিয়া ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান ভূঁইয়া প্রমুখ।
২০১৯-২০ অর্থ বছরের উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে পরিবেশবান্ধব উপায়ে উপজেলায় শতভাগ সবজি চাষ, ফসলের উৎপাদনশীলতা বৃষ্টি ও ডেঙ্গু প্রতিরোধে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।