বিনোদন ডেস্ক | নরসিংদী প্রতিদিন –
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯:
ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা সঙ্গীত শিল্পী মান্না দের মৃত্যুবার্ষিকী আজ। ২০১৩ সালের ২৪ অক্টোবর মারা যান এই প্রখ্যাত শিল্পী।
মান্না দে ১৯১৯ সালে পহেলা মে ভারতে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম প্রবোধ চন্দ্র দে। খ্যাতি পেয়েছিলেন মান্না দে নামেই।
হিন্দি, বাংলা, মারাঠি, গুজরটি সহ অনেক ভাষায় ষাট বছরেরও বেশি সময় সঙ্গীতচর্চা করেছেন মান্না দে। তিনি সাড়ে তিন হাজারেরও বেশি গান গেয়েছেন।
সঙ্গীত ভুবনে অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী, পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে সহ অজস্র সম্মামনায় ভূষিত হয়েছেন তিনি।
২০১১ সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে রাজ্যের সর্বোচ্চ বেসামরিক সম্মান বঙ্গবিভূষণ দেয়।