মোমেন খান | নরসিংদী প্রতিদিন –
শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯ :
শিবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম রিপন এর পিতা ও নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি রমিজ উদ্দিন ফকির এর দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বুধবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে বার্ধক্য জনিত কারণে ঢাকায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরে শুক্রবার সন্ধ্যা ৬ টায় দুলালপুর ফাজিল মাদ্রাসার প্রাঙ্গণে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এ নামাজে শিবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খানসহ এলাকার সর্বস্থরের জনগণ ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়েছে।
জানা যায়,রমিজ উদ্দিন ফকিরের বর্নাঢ্য জীবনে ব্যবসা- বানিজ্যের পাশাপাশি ব্যবসায়ীদে সংগঠন এফবিসিসিআই এর সদস্য ও নরসিংদী জেলা চেম্বার অব কমার্স এর সভাপতি, গাজীপুর চেম্বার অব কমার্স এর চেয়ারম্যান ও ঢাকা চেম্বার অব কমার্স এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেন।
রমিজ উদ্দিন ফকির এর মৃত্যুতে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপি, নরসিংদী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভুইয়া মোহন, শিবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খান, নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুর এলাহী, শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিল গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।