নিজস্ব প্রতিবেদক। নরসিংদী প্রতিদিন-
শুক্রবার ২৫ অক্টোবর ২০১৯:
নরসিংদী সদর উপজেলার করিমপুর গ্রামের ৮ টি মসজিদে ৫ লক্ষ টাকা অার্থিক অনুদান প্রদান করেছেন মিশরীয় অধিবাসী অাব্দুল হালিম অমর। অাজ শুক্রবার বিকেলে করিমপুর গ্রামের ৫ টি মসজিদ ও ৩ টি মাদ্রাসা পরিদর্শন করে ব্যক্তিগত তহবিল থেকে এই অনুদান প্রদান করেন । করিমপুর গ্রামের কুয়েত প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী বদরুজ্জামান বদু এর বিশেষ অনুরোধে কুয়েত প্রবাসী মিশরীয় অধিবাসী অাব্দুল হালিম অমর বাংলাদেশ ভ্রমনে অাসেন। উল্লেখ্য করিমপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী বি জামান ট্রাভেলস্ এন্ড টু্্যরস এর কর্ণধার বদরুজ্জামান বদুর ব্যবসায়ীক পার্টনার অাব্দুল হালিম অমর বাংলাদেশের মসজিদগুলোর উন্নয়নে ভবিষৎতে অারো সহযোগীতার অাশ্বাস প্রদান করেন। এসময় করিমপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক জামালউদ্দিন প্রধান, বাচ্চু মিয়া, বাবুল মিয়া, সেলিম সরকার, সাব মিয়া মেম্বার, জাকারিয়া, গোলাম কিবরিয়া, ইলিয়াছ মিয়াসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অাব্দুল হালিম অমর ও বদরুজ্জামান বদু গ্রামের দু:স্থ ও অসহায় মানুষকে নগদ অার্থিক সহায়তা প্রধান করেন।