নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন –
শনিবার, ২৬ অক্টোবর ২০১৯ :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চার দিনব্যাপী নৃত্য প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর)সকাল ১০টায় টিএসএসসিএর ১১৬ নংকক্ষে এ কর্মশালার উদ্বোধন করেন নৃত্য প্রশিক্ষণ কর্মশালার আহবায়ক অধ্যাপক ড. জাকারিয়া রহমান।
প্রশিক্ষণ কর্মশালাটি ৩০ অক্টোবর পর্যন্ত চলবে। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করবেন ভারতের পশ্চিম বাংলার নৃত্য শিল্পী সোমাগিরি।
উদ্বোধনী অনুষ্ঠানে হিসাব শাখার উপ-পরিচালক শেখ জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পরিবহন প্রশাসক অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম ও উপ-রেজিস্ট্রার চন্দনকুমার দাস।