খন্দকার শাহিন | নরসিংদী প্রতিদিন-
শনিবার,২৬ অক্টোবর ২০১৯: শৃংখলা, নিরাপত্তা, প্রগতি “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই স্লোগানকে ধারণ করে বাদ্যযন্ত্রের তালে তাল মিলিয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষে নরসিংদীতে মাধবদী থানা ও কমিউনিটি পুলিশ সদস্যদের এক বর্ণাঢ্য র্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় মাধবদী পৌরসভার সামনে থেকে র্যালিটি শহরের বিভিন্ন অলিগলি প্রদক্ষিন করে ও ঢাকা-সিলেট মহাসড়ক বয়ে পৌর প্রাঙ্গণে এসে সভা অনুষ্ঠিত হয়। এতে মাধবদী পৌর কমিউনিটি পুলিশিং সভাপতি আলহাজ্ব সালাউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধবদী পৌসভার মেয়র ও পৌর কমিউনিটি পুলিশিং কমিটির প্রধান উপদেষ্টা হাজী মোশাররফ হোসেন প্রধান মানিক।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান, মানবাধীকার কর্মী হাজী ছবির মিয়া, পরিবেশবিদ প্রফেসর ডক্টর শেখ আবুল হোসেন হানিফ, মাধবদী থানার উপ-পরিদর্শক এনায়েত কবির মামুন, শিবলী কায়েস মীর, জাহাঙ্গির হোসেন সহ আরো অনেকে।