কী সর্বনাশের দল রে বাবা সর্বানাশের দল!
সমাবেশে শিক্ষক পিটায় যমদূত অবিকল।
এরা কেমন করে লাঠি ধরে শিক্ষকেরই গায়
যাদের হাত থাকার কথা ঐ শিক্ষাগুরুর পায়।
বাংলা ভাষার দাবি নিয়ে হয়েছিল যারা শহীদ
সেই পবিত্র শহীদ মিনারে এটা কী তবে উচিত?
এদের কীসের সাহস,গায়ে কীসের এতো বল
সাহস দেখে গোটা জাতি আজ মর্মাহত- বিচল।
“শিক্ষা জাতির মেরুদণ্ড” জানে না কোন জাতি?
সেই শিক্ষার শিক্ষাগুরু তবে, কেন খাচ্ছে লাথি?
গড়তে হলে সোনার বাংলা ন্যায় প্রতিষ্ঠা হোক
শিক্ষাগুরুর প্রাপ্য সম্মান সর্বশ্রেষ্ঠ করা হোক।
কবি স্বাগতা রানী দাস, নরসিংদী প্রতিদিন –
শনিবার, ২৬ অক্টোবর ২০১৯ :