নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন –
সোমবার, ২৮ অক্টোবর ২০১৯ :
দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ নূরানী তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মোঃ জিসান(২২)’কে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযেগে পুলিশ গ্রেফতার পূর্বক সোমবার দুপুরে কুমিল্লা কোর্ট হাজতে প্রেরণ করেছে। আটক জিসান চাঁদপুর উত্তর মতলব উপজেলার আছলছিলা গ্রামের মোঃ ফজলুল করিম’র পুত্র।
ওই মাদ্রাসায় প্রতিনিয়ত বলৎকারের শিকার এক ছাত্র(৯) সহ একাধিক শিক্ষার্থী তার অভিভাবকদের ঘটনার বিবরণ জানালে এক ছাত্রের অভিভাবক বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ গন্যমান্য ব্যক্তিদের নিকট বিচার দাবী করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান এবিচার করতে পারবেন না। তাই তিনি পুলিশের সহযোগীতা নেয়ার পরামর্শ দেন।
সোমবার রাতে বলৎকারের শিকার এক ছাত্রের পিতা ওই ঘটনায় দেবীদ্বার থানায় একটি মামলা দায়ের করেন। (মামলা নং- ২২, ধারা- ৩৭৭, পেনালকোড, তারিখ- ২৮/১০/১৯ইং,)। থানায় মামলা দায়ের করলে, পুলিশ অভিযুক্ত জাফরগঞ্জ নূরানী তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মোঃ জিসান(২২)’কে গ্রেফতার পূর্বক থানায় নিয়ে আসে। অভিযুক্ত জিসান মাদ্রাসার একাধিক শিক্ষার্থীর সাথে প্রায়ই অনৈতিক কাজে লিপ্ত হওয়ার সত্যতা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।
মামলার বাদী জানান, তার পুত্র(৯)কে প্রায়ই রতে শোবার কক্ষ থেকে ডেকে নিয়ে মাদ্রাসার গোডাইনের ভেতরে ইচ্ছার বিরুদ্ধে ভয়-ভীতি প্রদর্শনে এবং টাকা দেয়ার আশ্বাসে বলৎকার করত। বিষয়টি কাউকে না জানানোর জন্যও ভয় দেখাত। পরে শোনলাম আমার ভাইয়ের ছেলে একই মাদ্রাসার ছাত্র(৮)ও বলৎকারের শিকার হয়েছে। এখন শোনতেছি ওই মাদ্রাসার ৮০জন ছাত্রের অধিকাংশ শিক্ষার্থীর সাথে অনৈতিক কাজে যুক্ত থাকার অভিযোগ পাওয়া যাচ্ছে। লজ্জা, ভয়ে এতোদিন কেউ মুখ খুলছিলনা। এখন অনেকেই মুখ খুলছে।
সোমবার অভিযুক্ত জিসানকে কুমিল্লা ৪নং আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শারমিন রীমা’র আদালতে হাজির করলে, আদালতে ম্যাজিষ্ট্রেটের নিকট দোষ স্বীকার করায় উক্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দী ১৬৪ধারায় লিপিবদ্ধ করে জিসানকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। মামলা তদন্তকারী কর্মকর্তা দেবীদ্বার থানার উপ-পরিদর্শক(এস,আই) রবিউল ইসলাম সোমবার বিকেল সাড়ে ৫টায় কুমিল্লা কোর্ট এলাকা থেকে সেল ফোনে ওই তথ্য জানান।