মোঃ মোখলেছুর রহমান। নরসিংদী প্রতিদিন-
বুধবার ৩০ অক্টোবর ২০১৯:
“লেখাপড়ায় কাটুক ভয় ১৮ আগে বিয়ে নয় ” এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী বাইমাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বাল্য বিয়ে বন্ধে শীর্ষক আলোচনাসভা, বিতর্ক প্রতিযোগিতা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর মঙ্গলবার বিকেলে ইউনিসেফ এর সহযোগিতায় গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে কাউন্সিলর আব্বাস উদ্দিন খোকনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেয়র মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, মোঃ মোস্তাফিজুর রহমান, ইউনিসেফ ঢাকা ময়মনসিংহ বিভাগের চীফ অব ফিল্ড অফিসার, মোঃ ওমর ফারুক।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাউন্সিলর মোঃ কাউসার আহমেদ, মোঃ দেলোয়ার হোসেন দুলাল, মোঃ আবুল কালাম আজাদ,সংরক্ষিত নারী কাউন্সিলর, তাসলিমা নাসরিন, কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ সোহরাব হোসেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, শেখ আক্কাস আলী,সদস্য,এড.আব্দুর রহমান মাষ্টার, গাজীপুর জেলা কেজি স্কুল এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক, কামরুননাহার মুন্নি,গাজীপুর মহানগর যুবমহিলালীগের নেত্রী আখি ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী এবং অভিভাবক বৃন্দ।