শরীফ ইকবাল রাসেল | নরসিংদী প্রতিদিন –
বুধবার, ৩০ অক্টোবর ২০১৯ :
বাংলাদেশের সোনালী অতীত ক্লাব বনাম ভারতের জলপাইগুড়ির গ্রীনল্যান্ড ডুয়ার্স ভেটেরান্স ক্লাবের মধ্যে এক প্রদর্শণী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
এই প্রদর্শীনী খেলায় ১-০ গোলের ব্যবধানে ভারতের গ্রীনল্যান্ড ডুয়ার্স ভেটেরান্স ক্লাবকে পরাজিত করে বাংলাদেশের সোনালী অতীত ক্লাব। সোনালী অতীত ক্লাবের পক্ষে খেলা শেষ হওয়ার মাত্র ৫ মিনিট পূর্বে একমাত্র গোলটি করেন ৬ নম্বর জার্সি পরিহিত তাজুল খান।
বুধবার (৩০ অক্টোবর) বিকেলে নরসিংদীর মুছলেহ উদ্দীন ভূইয়া স্টেডিয়ামে এই প্রদর্শণী ম্যাচের আয়োজন করে নরসিংদী ক্রীড়া সংস্থা।
নরসিংদী জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই ফুটবল ম্যাচের উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল কায়েস, ভারতের জলপাইগুড়ির গ্রীনল্যান্ড ডুয়ার্স ভেটেরান্স ক্লাবের ম্যানেজার কৃষ্ণ কুমার দাস, বাংলাদেশের সোনালী অতীত ক্লাবের সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শাহীনুল ইসলাম ভূইয়া, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মিজানুর রহমান চৌধুরীসহ প্রায় হাজারো ফুটবল প্রেমী দর্শনার্থীরা। খেলা শেষে উভয় দলের খেলোয়ারদের হাতে সম্মাননা স্বরুপ ক্রেষ্ট তুলে দেন অতিথিগণ।