স্টাফ রিপোর্টার। নরসিংদী প্রতিদিন।
বুধবার ৩০ অক্টোবর ২০১৯:
নরসিংদীতে শ্রমিক লীগের আহবায়ক কমিটির অনুমোদন দেয়ায় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালানোর প্রতিবাদে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা শ্রমিকলীগ।
আজ মঙ্গলবার দুপুরে নরসিংদী জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা শ্রমিকলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে মতবিনিময় সভায়, পদ বঞ্চিত নেতাকর্মীরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মিথ্যা অপপ্রচার চালানোর প্রতিবাদ করেন নেতৃবৃন্দ। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা কমিটির যুগ্ম আহব্বায়ক মোঃ আনিছুর রহমান, মো: মোখলেছুর রহমান, সৈয়দ মো: নাজিম উদ্দিন, মুন্না মিয়া, সদস্য সচিব মো: রফিকুল ইসলাম ভূইয়াসহ জেলা শ্রমিকলীগের নেতাকর্মীবৃন্দ।