নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
বুধবার, ৩০ অক্টোবর ২০১৯:
রাজধানীর মিরপুরের রুপনগরে মণিপুর স্কুলের পাশে একটি আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বুধবার (৩০ অক্টোবর) বেলা সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রত্যক্ষদর্শী ও রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ব্রেকিংনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৪ জন শিশু নিহত হয়েছেন। আহত হয়েছেন অসংখ্য শিশু। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।