নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
বুধবার,৩০ অক্টোবর ২০১৯:
তিন দিনব্যাপী তৃতীয় বাংলাদেশ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো-২০১৯ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার (৩০ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ শো’র উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। পরে বেলা ১১টার পর প্রধানমন্ত্রী প্রদর্শনীর উদ্বোধন করেন এবং তা ঘুরে দেখেন।
‘ফিউচার প্রুফ সোর্সিং’ স্লোগানে এবাররের শোতে ৩০টির বেশি দেশের ক্রেতা ও ব্রান্ড প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। এছাড়া ১০টি প্যাভিলিয়ন ও ৩০টি স্টন্ডস রয়েছে।
চামড়া ও চামড়াজাত পন্যের বাজার সম্প্রসারণ ও বিদেশি উদ্যোক্তাদের বাংলাদেশের বাজারে বিনিয়োগে আকৃষ্ট করতেই এ আয়োজন বেলে জানিয়েছেন প্রদর্শনীটির আয়োজকরা।
বিদেশি ক্রেতাদের আকর্ষণে বাংলাদেশে তৈরিকৃত নানা ধরনের চামড়া ও চামড়াজাতীয় পণ্য প্রদর্শন করা হচ্ছে এতে। এই প্রদর্শনী শেষ হবে আগামী ২ নভেম্বর।