খন্দকার শাহিন | নরসিংদী প্রতিদিন –
বৃস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯ : বেফাক ও তানযীমে নরসিংদী জেলার শীর্ষ মেধাবীদের সংবর্ধনা ও ইসলামী সম্মেলনে অংশ নিতে মাধবদী পৌরসভায় বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। আজ বৃস্পতিবার (৩১ অক্টোবর) মাধবদী মাধবদী এস.পি (সতী প্রসন্ন) ইনস্টিটিউশন এর খেলার মাঠে আহলে সুন্নত ওয়াল জামাআত পরিষদ বাংলাদেশ মাধবদী শাখার আয়োজনে ৫ম বার্ষিক ইসলামী মহা সম্মেলনে অংশ নিতে বেলা ১২টায় হ্যালিপ্যাডে মাধবদীতে আসেস। এ সম্মেলনে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন আল্লামা শাহ আহমদ শফী।
এ সম্মেলনের সভাপতি ও মাধবদী পৌরসভার মেয়র হাজী মোশাররফ হোসেন প্রধান মানিক, মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান সহ আয়োজক বৃন্দরা আল্লামা শাহ আহমদ শফি সাহবকে ফুলেল শুভেচ্ছা জানান।