মোখলেছুর রহমান। নরসিংদী প্রতিদিন-
শুক্রবার ১ নভেম্বর ২০১৯:
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী আমবাগ এলাকায় ৭টি ঝুট গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ৩১ অক্টোবর
রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, আমবাগ পশ্চিমপাড়া এলাকায় টিনশেডের ঝুট গুদামে আগুন লাগে। পরে স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে ও ফায়ার সার্ভিসেকে খবর দেয়। তাৎক্ষণিক আগুন লাগার সূত্রপাত জানা যায়নি।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকারিয়া খান জানান, খবর পেয়ে জয়দেবপুর,কালিয়াকৈর ও ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।