এস এম প্রভাত, আড়াইহাজার থেকে: আড়াইহাজারে চারটি আধুনিক সড়কের নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। এগুলো হচ্ছে উপজেলার বিনাইরচর হতে কামরানীরচর, ফকিরবাড়ি হতে কামরানীরচর, বাঘবাড়ি হতে নোয়াগাঁও ও মুকুন্দি হতে আড়াইহাজার।
বুধবার বিকেলে চারটি আধুনিক সড়কের নির্মান কাজের শুভ উদ্বোধন মাননীয় সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু।
স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের সিআরডিপি-২ এর আওতাধীন ১৪ হাজার ২শ’ ৬০ মিটার সড়ক নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় ২৪ কোটি টাকা।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, প্রকল্প পরিচালক হামিদুল হক, ইউএনও সোহাগ হোসেন, নির্বাহী প্রকৌশলী সেলিম সরকার, মেয়র আলহাজ সুন্দর আলী, আড়াইহাজার উপজেলা প্রকৌশলী নাশিরউদ্দিন, জেলার পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূইয়া, খোরশীদ আলম সরকার, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।