মোঃ আলমগীর পাঠান | নরসিংদী প্রতিদিন –
শুক্রবার, ০১ নভেম্বর ২০১৯ :
সুপ্রাচীন কাল থেকেই নরসিংদী জেলা বেলাব উপজেলা কৃষি অর্থনীতির উপর নির্ভরশীল।উপজেলার প্রায় ৪৫ ভাগ মানুষ সরাসরি কৃষি কাজের সাথে সম্পৃক্ত। দেশের বৃহত্তর সবজি ও ফল উৎপাদন এলাকা হিসেবে পরিচিত বেলাব উপজেলা। গ্রামাঞ্চল থেকো কৃষকরা সবজি ফলসহ অন্যান্য কৃষি পণ্য ঢাকা- সিলেট মহাসড়কের পাশে বারৈচা, নারায়ণপুর, মরজাল, শিবপুর, পালবাজার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বিক্রি করে থাকে। স্থায়ী পাইকারি সবজি বাজার না থাকায় কৃষকসহ পাইকারি ক্রেতাদের নানান হয়রানির সম্মুখীন হতে হয়।
এ হয়রানি থেকে মুক্তি পেতে (৩১ অক্টোবর) বৃহস্পতিবার বিকাল ৪টায় নরসিংদীর বেলাব উপজেলার বারৈচা বাজার বাসস্ট্যান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কৃষক সমিতি বেলাব উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধনে উপজেলা কৃষক সমিতির সভাপতি ডাঃ ফজলুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান খানের পরিচালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি কেন্দ্রীয় কৃষক সমিতির নেতা কাজী সাজ্জাদ হোসেন চন্দন, বিশেষ অতিথি বেলাব উপজেলা কৃষক সমিতির সদস্য রুবিয়া সাজ্জাদ মুক্তা। এছাড়াও স্থানীয় কৃষক ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে বক্তারা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারৈচা বাজারসহ উপজেলা ও অন্যান্য এলাকায় স্থায়ীভাবে পাইকারি সবজি বাজার নির্মাণে দাবি জানান।