সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
শুক্রবার, ০১ নভেম্বর ২০১৯:
“দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এই প্রতিপাদ্য সামনে নিয়ে নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস ২০১৯।
আজ শুক্রবার (০১ নভেম্বর) সকালে পলাশ উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন এর সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্রমকর্তা শাহ মোঃ আরিফুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, ব্রাকের প্রতিনিধি সাহারা খাতুন।
আরো উপস্থিত ছিলেন পলাশ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ যুব সংগঠনের সদস্যরা।