সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
শনিবার, ০২ নভেম্বর ২০১৯ : উৎসবমুখর পরিবেশে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল ৭ ও ৯ নং ওয়ার্ড পৌর আওয়ামীলীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০২ নভেম্বর) বিকেলে ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৭ ও ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ খাদেম আলী এবং মোঃ শামসুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌরসভার মেয়র ও পৌর আ.লীগের সভাপতি আলহাজ্ব শরীফুল হক, সাধারণ সম্পাদক এস.এম শফি, ঘোড়াশাল পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম নবাব, কাউন্সিলর মোঃ কামরুল ইসলাম, মহিলা কাউন্সিলর শারমিন সুলতানা, ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সদস্য ও পলাশ উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা মহিলা আ.লীগের সাংগঠিক সম্পাদক পপি রানী সাহা, পলাশ উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, পলাশ উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ আশাদউল্লাহ মনা, ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি বোরহান মেহেদী, ঘোড়াশাল পৌর যুবলীগের সভাপতি মনির হোসেন মোল্লা, মহিলা কাউন্সিলর সুরাইয়া মফিজ, কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিক ভূঁইয়া, উপজেলা ও ঘোড়াশাল পৌর আওয়ামীলীগেরসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
সম্মেলনের ২য় পর্বে ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের নতুন সভাপতি পদে মোঃ শুক্কুর আলী ও সাধারণ সম্পাদক পদে মোঃ ইউসুফ আলী মেম্বার নির্বাচিত হন।
৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের ২য় বারের মতো আবারো সভাপতি পদে মোঃ শামসুল হক নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে নাজমুল সরকার নির্বাচিত হয়েছেন।