আমার গায়ের ঘামের গন্ধ যখন
তোমার নাকের ডগায়,
তখনও কি তুমি আমার প্রেমে পড়েছিলে?
খুব ভোরে ঘুম ভেঙে ওঠা
আমার ফোলা চোখে চোখ পড়লে ,
তুমি কি সাগর দেখেছিলে?
আমার আঙিনায় যখন তুমুল অসুখ
আমি যখন বিছানায় কুঁকড়ে মরি,
তখনও কি তোমার আমাকে
আলিঙ্গন করতে ইচ্ছে করেছে ?
শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে
গ্রাম থেকে তুলে আনা চারআনা এই
মুখপুড়ির মুখ তোমার কি মনে পড়েছে ?
শ্যামলা গড়নের রুক্ষ চেহারার ভাঁজে
মুখ লুকিয়ে সত্যিই কি তুমি কখনো
সুখি হয়েছিলে ?
নিষেধের বালাই উগড়ে দিয়ে
অনুমতি ছাড়া তোমার টিশার্টে হাত দিলে,
তুমি কি খুব বিরক্ত হতে ?
তোমার প্রেমের নীলকুঠিরে আমার
অশুদ্ধ ভাষা কখনো কি শোভা পেয়েছিল?
কোনদিন কোন অনুষ্ঠানে দাড়িয়ে আরচোখে
তাকিয়ে অস্পষ্ট সুরে বলেছিলে
আমার তুমি, শুধুই আমার তুমি ?
আমার আলতা মাখা পায়ে
খামখেয়ালী হেঁটে চলা,
এলেমেলো চুলে
নাকছাবি আর ঝুমকোলতা দেখে,
তুমি কি কখনো স্বপ্নচারী হয়েছিলে?
বলোনা, কখনো কি তুমি অানমনে,
আমায় ভালোবাসি বলেছিলে?
কানিজ জহুরা | নরসিংদী প্রতিদিন – রবিবার,০৩ নভেম্বর ২০১৯ :