নীল, সে তো
চোখ গাঢ় নীল।
তিল, তার তো
কপোলে আছে তিল।
কালো তার
লম্বা বাহারী কেশ,
বিধিশার তমানিশা
দেখতে লাগে বেশ।
সুযুগল বক্ষখানি
নাঁচে হেলে দুলে,
হেরিলে তার মুখ
সবই যাই ভুলে।
সে হাঁটে
ছোট্ট ধীর পায়ে,
পুলক ছড়ায় তার
সমস্ত গায়ে।
ভাল লাগে তার
টানা হরিনীর চোখ,
রাখলে চোখে চোখ
পাই এক পশলা সুখ।
বাঁশের কঞ্চির মতো তার
দেহখানি বাঁকে,
ইশারায় সারাক্ষণ
সে যেনো ডাকে।
গায়ে তার নীল শাড়ি
কপালে টিপ,
বুকে আছে ভালোবাসা
জোনাকিরও দ্বীপ।
দুহাতের কাঁকন
মৃদু সুরে বাজে,
সারাক্ষন ভাবি তাকে
মন বসেনা কাজে।
সে যেনো হুরপরী
লক্ষ তারার বেঞ্জনা,
নাম দিয়েছি তার
সে তো নীলাঞ্জনা…. (সমাপ্ত)
কবি : জসীম উদ্দিন আকাশ | নরসিংদী প্রতিদিন –
রবিবার, ০৩ নভেম্বর ২০১৯ :