সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
বুধবার, ০৬ নভেম্বর ২০১৯ :
উৎসবমুখর পরিবেশে গাজীপুর উপজেলার কালীগঞ্জ পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ (০৬ নভেম্বর) বুধবার বিকেলে উপজেলা চত্বর শহীদ ময়েজউদ্দিন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়েছে।
এ সম্মেলন উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক প্রতিমন্ত্রী ও বর্তমান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি।
কালীগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি আহামদুল কবির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলম দেওয়ানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ গণি ভূঁইয়া।
এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক এবিএম আমজাদ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এড. আশারাফী মেহেদি হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক কাজী বশির আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক ঐক্যলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম, উপজেলা ও পৌর আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে সভাপতি পদে এস.এম রবিন হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম নির্বাচিত হন।