নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন,৬ নভেম্বর ২০১৯: ঢাকা-সিলেট মহাসড়কে এনা পরিবহনের বেপরোয়া বাসের ধাক্কায় এক কিশোর নিহত হয়েছে। বুধবার রাত সাড়ে আট্টায় দিকে নরসিংদীর সাহেপ্রতাব মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা নরিসংদী প্রতিদিনকে জানান, এনা পরিবহনের ঢাকা গামী একটি বাস সাহেপ্রতাব এলাকায় পিকআপ ভ্যানকে ধাক্কা দেয় এতে পিকাপটি মূছরে যায় ও ঘটনাস্থলেই সিফাত (১৩) নামে একজন কিশোর নিহত হয়। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালক গুরুত্বর আহত হয়। আহত চালকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নিহত সিফাত নরসিংদীর পশ্চিম ভেলানগরে বসত করত। ভেলানগর বাজারের একটি মুরগীরর ফার্মের কর্মচারী ছিলেন জনাযায় তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার স্বজনদের কোন খোজ নাম টিকানা পাওয়া যায়নি।