এস এম প্রভাত, আড়াইহাজার থেকে: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একটি নতুন উপকেন্দ্রের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে উচিৎপুরা এলাকায় এ উপকেন্দ্রের নির্মান কাজের উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু।
প্রায় নয় কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ আড়াইহাজার (উচিৎপুরা) ৩৩/১১ কেভি (১০ এমভিএ) বৈদ্যুতিক এ উপকেন্দ্রটি নির্মাণ করেছে।
নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জিএম মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, ইউএনও মোঃ সোহাগ হোসেন, মেয়র সুন্দর আলী, হালিম সিকদার, পল্লী বিদ্যুতের গোপালদী জোনাল অফিসের ডিজিএম শাহাদৎ হোসেন, আড়াইহাজার জোনাল অফিসের ডিজিএম সৈয়দা ফারজানা ইয়াছমিনসহ পল্লী বিদ্যুতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গোপালদী জোনাল অফিসের ডিজিএম শাহাদৎ হোসেন জানান এ উপকেন্দ্রে নির্মাণ শেষ হলে উচিৎপুরা, খাগকান্দা ও মাহমুদপুর ইউনিয়নের (আংশিক) ৪৮ গ্রামের প্রায় ১৭ হাজার গ্রাহককে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা প্রদান করা যাবে।