শেখ মানিক | নরসিংদী প্রতিদিন –
বুধবার, ০৬ নভেম্বর ২০১৯ :
নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের পালপাড়া গ্রামে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত গৃহবধূ রাখালের স্ত্রী লতা রানী বিশ্বাস (২০)। বুধবার ৬ নভেম্বর সকালে নিজ গৃহের আড়ার সাথে শাড়ির আঁচল দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
স্থানীয় এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৬ মাস পূর্বে তাদের বিয়ে হয়েছে। বিয়ের কিছু দিন পর থেকে শুরু হয় পারিবারিক কলহল। সেই কলহের জের ধরে গৃহবধূ লতা রানী বিশ্বাস আত্মহত্যা করতে পারে। পরে খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বন্ধ ঘরের দরজা ভেঙ্গে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করে।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।