সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯ :
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার আটিয়ার ঘাগড়া গ্রামের হারুন অর রশীদ (৪০) নামে এক ডিশ ব্যবসায়ী নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। নিখোঁজ ডিশ ব্যবসায়ী আটিয়া গ্রামের মৃত নুরুল আমিনের ছেলে।
তার স্ত্রী রাবেয়া বেগম ( ৩ নভেম্বর ) সোমবার এই নিখোঁজ হওয়ার ঘটনায় পলাশ থানায় অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসির উদ্দিন বরাবর জিডি করেন। জিডি নম্বর ১০৮।
নিখোঁজ হারুন অর রশীদের স্ত্রী জানান, আমার স্বামী দীর্ঘদিন ধরে এলাকায় ডিশ লাইনের ব্যবসা করে আসছেন। গত (০১ নভেম্বর ) শুক্রবার সন্ধায় বাড়ি থেকে ঘোড়াশাল বাজারের উদ্দেশ্যে বের হওয়ার পর তিনি আর বাসায় ফেরেননি। এর পর থেকে আমরা পলাশের বিভিন্ন এলাকাসহ হাসপাতাল ও আত্মীয়স্বজনের বাসায় অনেক খোঁজার পরও তার সন্ধান পাইনি। আমরা এখনো তাকে ফিরে পেতে খোঁজাখুঁজি অব্যাহত রেখেছি। এমন পরিস্থিতি আমরা আতংকিত ও চিন্তিত হয়ে পড়েছি। তাই আমার স্বামীকে ফিরে পেতে আইন শৃঙ্খলা বাহিনী ও সবার সহযোগিতা কামনা করছি। যদি কেউ তার সন্ধান পান তাহলে পলাশ থানায় অথবা আমাদের এই মোবাইল ০১৯১৫৫৮২২৯৮ নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
পলাশ থানায় জিডি সূত্রে নিখোঁজ ডিশ ব্যবসায়ী বর্ণনা : গায়ের রং উজ্জ্বল শ্যাম বর্ণের, উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি।
তার পরনে ছিল শার্ট ও প্যান্ট। তার সাথে থাকা মোবাইল নাম্বার ০১৯১০০৮৭৪৮৬ বন্ধ আছে।