মোমেন খান | নরসিংদী প্রতিদিন-
শুক্রবার, ০৮ নভেম্বর ২০১৯ :
শিবপুর উপজেলার সৈয়দনগর আতোয়ার রহমান উচ্চ বিদ্যালয় মাঠে পুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) বিকালে সম্মেলন উদ্বোধন করেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশীদ খান।
এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের কমিটিতে কোনো মাদক ব্যবসায়ী, দুর্নীতিবাজ, চাঁদাবাজের ঠাই হবে না। মানুষকে হয়রানি করে এমন কাউকে কমিটিতে রাখা হবে না।
সম্মেলনে সভাপতিত্ব করেন পুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার এলিছ আহমেদ ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নরসিংদী–৩ শিবপুরের সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভুইয়া মোহন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুইয়া রাখিল।
পুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার এলিছ আহমেদ এর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সহসভাপতি আলহাজ্ব নূর উদ্দিন মোল্লা।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আজিজুর রহমান খান ভুলু, এড: খোরশেদ আলম ভুইয়া, আবদুল হাই মাষ্টার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ আলম ভুইয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বিনয় কৃষ্ণ গোস্বামী, নাজমুল কবির, সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবদুল খালেক, বিপ্লব চক্রবর্তী, শিবপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক খান,
জেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, সহ-সভাপতি জুনায়েদুল হক জুনু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হাসিবুল আলম বুলু, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব আলম মোল্লা তাজুল, সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হালিম শিকদার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোশাররফ হোসেন ভূইয়া, যুগ্ম আহ্বায়ক রিফাত রাখিল ভুইয়া সহ আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী।
পুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে আগামী ৩ বছরের জন্য খন্দকার এলিছ আহমেদ কে সভাপতি ও নজরুল ইসলাম কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সম্মেলনে পুটিয়া ইউনিয়নের সকল ওয়ার্ড থেকে মিছিল নিয়ে কমপক্ষে ২ হাজার নেতাকর্মী উপস্থিত হন।