নিজস্ব প্রতিবেদক । নরসিংদী প্রতিদিন-
শনিবার ৯ নভেম্বর ২০১৯: “সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষণ দূযোর্গ মোকাবেলায় সর্বোত্তম উপায়” এই শ্লোগানকে সামনে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে, শনিবার (০৯ নভেম্বর) দুপুরে নরসিংদীর ঘোড়াশালে প্রাণ কারখানায় অগ্নি নির্বাপন বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পলাশ ফায়ার স্টেশনের আয়োজনে প্রাণ ঘোড়াশাল কারখানার সহায়তায় এই মহড়া অনুষ্ঠিত হয়।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল কায়েস। এসময় আরো বক্তব্য রাখেন পলাশের সহকারী কমিশনার (ভূমি) ফারহানা আলী, ফায়ার স্টেশনের নরসিংদীর উপ সহকারী পরিচালক মো: নুরুল ইসলাম, প্রাণ কোম্পানীর ঘোড়াশালের মহা ব্যবস্থাপক দীপক কুমার দে, প্রাণ ইন্ডাষ্ট্রিয়াল পার্কের মহা ব্যবস্থাপক (প্রশাসন) মো: মোস্তাক চৌধুরী ও পলাশ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা সাদিকুল বারী।
অনুষ্ঠানের শুরুতেই পলাশ ও নরসিংদী ফায়ার স্টেশনের কর্মীদের সমনন্বেয় অগ্নিনির্বাপন মহড়া ও র্যালী অনুষ্ঠিত হয়।