নিউজ ডেস্ক । নরসিংদী প্রতিদিন-
রবিবার,১০ নভেম্বর ২০১৯:
ঘূর্ণিঝড় ‘বুলবুল’ ঢাকা ও কুমিল্লা হয়ে বিকেল নাগাদ ভারতে আঘাত হানবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. আব্দুল মান্নান। ভারতের ত্রিপুরা থেকে আসাম ও এর পার্শ্ববর্তী অঞ্চলসমূহে বুলবুল আঘাত হানবে বলে জানান তিনি।
রবিবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদফতরের এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ভোর ৫টার দিকে পশ্চিমবঙ্গ-খুলনা উপকূল অতিক্রম করার পর এখন সাতক্ষীরায় আঁছড়ে পড়েছে প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’। রবিবার সকাল ৮টার পর ঘূর্ণিঝড়টি সাতক্ষীরায় আঘাত হানে। দুপুর নাগাদ বুলবুল ঢাকা ও কুমিল্লায় আছড়ে পড়বে।
ড. আব্দুল মান্নান জানিয়েছেন, এ মুহূর্তে বুলবুল ঘণ্টায় ৮-১০ কিলোমিটার বেগে দেশের উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়টি এখন খুলনা হয়ে সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবস্থান করছে।
তিনি জানান, দুপুর থেকে বুলবুল উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে মাদারীপুর, ফরিদপুর, ঢাকা ও কুমিল্লা অঞ্চলে আঘাত হানবে। এর পর ভারতে গিয়ে দুর্বল হয়ে যাবে।
আবহাওয়াবিদ ড. আব্দুল মান্নান আরও জানান, ঘূর্ণিঝড় বুলবুল ক্রমশ দুর্বল হলেও জলোচ্ছ্বাসের আশঙ্কা এখনও কমেনি। দেশের নিম্নাঞ্চলগুলোতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫-৬ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়অ পর্যন্ত নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে।