স্পোর্টস ডেস্ক । নরসিংদী প্রতিদিন-
রবিবার,১০ নভেম্বর ২০১৯:
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টাইগারদের কাছে ৭ উইকেটে হেরে যায় শক্তিশালী ভারত। পরের ম্যাচেই সফরকারী বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে সমতায় ফেলে রোহিত শর্মার দল। আজ নাগপুরে অঘোষিত ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত। ম্যাচটি নিয়ে এরইমধ্যে ক্রিকেট দুনিয়ায় উত্তেজনার পারদ উঠানামা করতে শুরু করেছে।
রবিবার (১০ নভেম্বর) নাগপুরে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামবে দু’দল।
আগের দুই ম্যাচের ভুলক্রটি থেকে শিক্ষা নিয়ে আজ নিজেদের সেরাটা উজার করে দিতে চায় বাংলাদেশ। প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোও দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের পরামর্শ দিয়েছেন, ৩০-৪০ রানের ইনিংসগুলো যেন আরও একটু লম্বা করা যায়। যেন উইকেট হাতে রেখে ২০ ওভার ব্যাট করা যায়।
এদিকে অঘোষিত এই ফাইনাল ম্যাচকে সামনে রেখে আজ বাংলাদেশের একাদশে দু-একটি পরিবর্তন দেখা যেতে পারে। এর মধ্যে উইকেটের চরিত্র বুঝে হয়তো শফিউল ইসলামের জায়গায় একজন ব্যাটসম্যানকে একাদশে রাখা হতে পারে। অথবা মোসাদ্দেকের জায়গায় ঢুকতে পারে নতুন কেউ।
তবে ম্যাচটি জিততে যে ভারতও মরিয়া হয়ে আছে সেটি ম্যাচের আগের দিনই জানিয়ে গেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার কথায়- ‘আমাদের হাতে একটি সুযোগ এসেছে। আমরা জিততে মরিয়া। তবে ওরাও (ভারত) জেতার জন্য মরিয়া হয়ে আছে। ভারতে এটাই আমাদের প্রথম পূর্ণাঙ্গ সফর। সিরিজটা জিততে পারে আমাদের জন্য অনেক বড় অর্জন হবে। অনেক স্মরণীয় হবে।’
এদিকে বাংলাদেশের বিপক্ষে আজকের অঘোষিত ফাইনাল ম্যাচে দল নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে ভারতের কোচ রবি শাস্ত্রীর কপালে। গতকাল অনুশীলনের সময় যোগাসনে বসেছিলেন শাস্ত্রী। আজ মাঠে শিষ্যদের পারফরম্যান্সেই বলে দেবে- কতটা কাজে লেগেছে শাস্ত্রীর যোগাসন।
পরিবর্তনের ইঙ্গিত কিন্তু রয়েছে ভারতীয় একাদশেও!
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম/মোহাম্মদ মিঠুন, মোস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।