সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
রবিবার, ১০ নভেম্বর ২০১৯
নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ইউপির উদ্যোগে ৪ শ’ দরিদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ, স্যানিটেশন, আরসিসি পাইপ ও এলজি এসপি- ৩ (পিবিজি) এর আওতায় টিউবওয়েল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (১০ নভেম্বর) সকালে চরসিন্দুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতনের সভাপতিত্বে এসব বিতরন অনুষ্ঠান ইউপি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও বিশেষ অতিথি পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন। আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন চরসিন্দুর ইউনিয়েনর কৃষক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ অন্যান্যরা।