সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
সোমবার, ১১ নভেম্বর ২০১৯ :
সারাদেশের ন্যায় নরসিংদীর পলাশে বর্ণাঢ্য আয়োজনে যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে (১১ নভেম্বর) রবিবার সন্ধায় পলাশের ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের কার্যালয়ে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন পলাশ উপজেলা চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব শরীফুল হক, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম শফি, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক এস এম মান্নান, পৌর যুবলীগের সভাপতি মোঃ মনির হোসেন মোল্লা।
এদিকে পলাশ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল- মোজাহিদ হোসেন তুষার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুলহাস মিয়া রাজু, কাউন্সিলর মোঃ কবির হোসেন, আলম খন্দকার, চরসিন্দুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আকরাম প্রধান, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মেম্বার,গজারিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ইফতি প্রমুখ।
অপরদিকে ডাংগা ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, ডাংগা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজাহার খন্দকার, সহ-সভাপতি কামাল হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক কাউসার ভূঁইয়া, ডাংগা ইউপি চেয়ারম্যান সাবের উল হাই, ডাংগা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খোরশেদ হোসেন সেলিম, ছাত্রলীগের সভাপতি রাজন ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান বিটাক।
এসময় এসব স্থানে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী।