সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন -
সোমবার, ১১ নভেম্বর ২০১৯ :
নরসিংদীর পলাশ কো-অপারেটিভ মসজিদ মাঠে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মোঃ ফয়জুল করীম।
বুধবার (১৩ নভেম্বর) বাদ এশা পলাশ সাংগঠনিক জেলা মুজাহিদ কমিটির উদ্যোগে আয়োজিত বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে বয়ান তুলে ধরবেন প্রধান অতিথি মুফতি সৈয়দ মোঃ ফয়জুল করীম।
এতে সভাপতিত্ব করবেন ঘোড়াশাল পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জুলহাস মিয়া। বিশেষ বক্তা হিসেবে তাশরিফ তুলে ধরবেন নরসিংদী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হযরত মাওলানা মুফতি রবিউল ইসলাম ও অন্যান্য ওলামায়ে কেরাম।এ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক।
বিশাল এ মাহফিল অনুষ্ঠানে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে পলাশ সাংগঠনিক জেলা মুজাহিদ কমিটি। তারা জানান, মাহফিলে সবাইকে অংশগ্রহণে আহ্বান জানানো হয়েছে।