খন্দকার শাহিন | নরসিংদী প্রতিদিন –
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯ : নরসিংদীর উপজেলা গুলোতে পেঁয়াজের দাম বেড়েই চলেছে। মাত্র আধা বেলার ব্যবধানে ১৩৫ টাকার পেঁয়াজ এখন ২০০ টাকা কিনতে হচ্ছে। এতে সংশ্লিষ্ট মহলকে দায়ি করছেন ক্রেতারা। এছড়া এ যেন মগের মল্লুক দেশ বলে মন্তব্য করছেন খেটে খাওয়া দিন মজুর ও চাকরিজীবিরা।
বৃহস্পতিবার সকালে ১৩৫ থেকে ১৬০ টাকা দরে পেঁয়াজ বিক্রি করতে দেখা গেছে নরসিংদী শহরের বড় বাজার, বেলানগর সহ স্থানীয় বাজার গুলোতে আধা বেলা পর পিঁয়ারে দাম আরো বেড়েছে, এতেই খুচরা বাজারে ডাবল সেঞ্চুরি করে বসে পিয়াজের মূল্য।
স্থানীয় পাইকারী দোকানিরা বলছেন, কিছুদিন ধরে ভারতী পিঁয়াজ কিনতে না পাড়ায়, দেশীয় পেঁয়াজ বেশী দামে আমদানি করতে হচ্ছে। এছাড়া পেঁয়াজের মজুদও শেষ হয়ে গেছে। এখন আমরা আমাদানি কারকদের কাজ থেতে বেশি দামেও পেঁয়াজ কিনে আনতে পারছি না। ফলে সংগ্রহে থাকা পিঁয়াজ গুলো বাধ্য হয়েই আমাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
নরসিংদী পৌর শহর এলাকায় কাঁচা বাজারে কোনো কোনো দোকানে পেঁয়াজ ১৮০ টাকা বিক্রি হলেও তারা জানাচ্ছেন কম দামে কেনা ছিল, তাই বিক্রি করতে পারছি। আজ দুপুরের পর থেকে ২০০ টাকায় বিক্রি করতে হচ্ছে। নতুন আসা পেঁয়াজ পাইকাররা বেশি দামে বিক্রি করছেন, তাই আমরা দাম কমাতে পারি না।